ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

কুয়াকাটায় টানা বর্ষণে জলাবদ্ধতা, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ৫ অক্টোবর ২০২৩

পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটায় দু’দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় কলাপাড়া উপজেলায় ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহওয়া অফিস। এতে সৃষ্টি হয়েছে জলবদ্ধতার। 

তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও আমন ধানের ক্ষেত। পানিতে ডুবে আছে নিচু এলাকায় বসবাসকারী অনেকের ঘরবাড়ি। 

এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। 

তাই পটুয়াখালীর পায়রা বন্দরসহ সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশয়ে থাকতে বলা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি