ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

কৃষিই আমাদের মূল শিকর : এম এ ওয়াহেদ এমপি

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০১, ২৯ জুন ২০২৪ | আপডেট: ২০:০৩, ২৯ জুন ২০২৪

সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ এমপি’র মতে কৃষি হলো আমাদের মূল শিকর, আমরা যত বড়ই হই না কেন কৃষি পরিবার থেকেই সবার উঠে আসতে হয়েছে তাই কৃষিকে আমাদের ভুলে গেলে চলবে না।

বর্তমান সরকার বন্ধু হয়ে কৃষকদের পাশে রয়েছে। তাদের বিনা মুল্যে সার বীজসহ প্রয়োজনীয় সেবা প্রদান করার কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আ্হ্বান এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে সেই আহ্বানে সারা দেয়ার তাগিদ দেন।

শনিবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে চলতি মৌসমে কৃষকদের বিনা মূল্যে রুপা আমন ফসলের বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভালুকা উপজেলা চেয়ারম্যান,হাজি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল,মহিলা ভাইস চেয়ারম্যান,মাহমুদা সুলতানা মুন্নিসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষকদের হাতে রুপা আমন ধানের বীজ তুলে দেয়া হয়।
এস. এম জাহাঙ্গীর আলম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি