ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

কৃষিঋণ বিতরণে দাললদের দৌরাত্ম্য কমানো হবে: গভর্নর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০, ৩০ আগস্ট ২০২৪

কৃষিঋণ বিতরণে দাললদের দৌরাত্ম্য কমানো হবে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে কৃষিঋণ নীতিমালা ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

গভর্নর বলেন, কৃষির কথা বলে ঋণ নিয়ে কেউ দোকানদারি বা ট্রেডিং করছে কিনা তাও খাতিয়ে দেখা হবে। কৃষি ঋণ বিতরণ করে যদি উৎপাদন বাড়নো যায় তাহলে আমদানি কমবে। এজন্য ব্যাংকগুলোকে এ ঋণের লক্ষমাত্র পূরণে নির্দেশ দেয়া হয়েছে। 

২০২৪-২৫ অর্থবছরে ৩৮ হাজার কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬১৫ কোটি টাকা বিতরণ করবে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করবে ২৫ হাজার ৩৮৫ কোটি টাকা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি