কৃষি ও কৃষকের উন্নয়নে ৪২ রকমের কৃষিযন্ত্র উদ্ভাবন করেছে ময়মনসিংহের কেনু মিস্ত্রি
প্রকাশিত : ১৪:২৯, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২৯, ১২ আগস্ট ২০১৬
কৃষি ও কৃষকের উন্নয়নে ৪২ রকমের কৃষিযন্ত্র উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের বয়োবৃদ্ধ আব্দুল্লাহ আল পাঠান ওরফে কেনু মিস্ত্রি। তাঁর উদ্ভাবিত যন্ত্র ব্যবহার করে স্থানীয় কৃষকরা পেয়েছেন সুফল। কেনু মিস্ত্রির উদ্ভাবিত যন্ত্র সারাদেশের কৃষকের কাছে পোঁছে দিয়ে উৎপাদনে সহায়তা করতে সরকারের সহায়তা চেয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
গৌরীপুরের রুকনাকান্দা গ্রামের ৮৪ বছরের বৃদ্ধ আব্দুল্লাহ আল পাঠান ওরফে কেনু মিস্ত্রি। পেশায় কাঠমিস্ত্রি হলেও দীর্ঘ ৪৪ বছর ধরে বাঁশ, কাঠ ও লোহার পাত দিয়ে উদ্ভাবন করে চলেছেন কৃষি বান্ধব যন্ত্রপাতি।
কৃষকের মুখে হাসি ফোটাতে উদ্ভাবন করেছেন ধানমাড়াই, নিড়ানি, বীজবপন, আলু উত্তোলনসহ ৪২ রকমের কৃষিযন্ত্র। সারা দেশের কৃষকদের কাছে উদ্ভাবিত কৃষিযন্ত্র পৌঁছে দেয়ার স্বপ্ন দেখেন তিনি।
কেনু মিস্ত্রির উদ্ভাবিত কৃষিযন্ত্র ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। সরকারী পৃষ্ঠপোষকতা পেলে এসব কৃষিযন্ত্র সারাদেশের কৃষকের মাঝে ছড়িয়ে দিয়ে উৎপাদনে সহায়তা করা সম্ভব বলে মনে করেন কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা।<ংঃৎড়হম>
কেনু মিস্ত্রির উদ্ভাবিত কৃষকের বসতবাড়ি, তেল উৎপাদনের ঘানি, মাছ ধরার যন্ত্র, সেচযন্ত্রসহ অন্তত ১৫টি কৃষিযন্ত্র প্রদর্শণের জন্য রাখা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি যাদুঘরে। এগুলো দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দূরদুরান্ত থেকে আসেন দর্শনার্থীরা।<ংঃৎড়হম>
অল্প খরচে উদ্ভাবিত কেনু মিস্ত্রির যন্ত্রপাতি সারাদেশে কৃষকের মাঝে ছড়িয়ে দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের।
আরও পড়ুন