ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মৎস্য গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১৪ জুলাই ২০২৩ | আপডেট: ১৪:৪১, ১৫ জুলাই ২০২৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ফাইনেন্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে USAID-এর অর্থায়নে পরিচালিত প্রকল্প "Feed the Future Innovation Lab for Fish-এর "অ্যাকুয়াকালচার ভেল্যু চেইন ডেভেলপমেন্ট স্ট্রাটেজি ইন বাংলাদেশ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

USAID Fish Innovation Lab এর এশিয়া অঞ্চলের সমন্বয়ক ড. মো. গোলাম হোসেইনের সভাপতিত্বে শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে নয়টায় রাজধানীর ব্রাক সেন্টারের কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

Feed the Future Innovation Lab for Fish” প্রকল্পটি দারিদ্র বিমোচন, মৎস্যভিত্তিক পুষ্টি বৃদ্ধিকরণ, খাদ্য নিরাপত্তা ও প্রান্তিক চাষীদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে উন্নয়নশীল ও অনুন্নত দেশে মৎস্যখাতের টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন গবেষণা কর্মসূচী পরিচালনা করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে ঐ লক্ষ্য অর্জনের জন্য USAID এর অর্থায়নে মৎস্যখাতের Value Chain অংশগ্রহনমূলক করা, মানোন্নয়নের জন্য ও রপ্তানি বৃদ্ধিকল্পে পরিচালিত  “Strategies for Inclusive Aquaculture Value Chain in Bangladesh: Analysis of Market Access, Trade and Consumption Pattern” প্রকল্পসার্বিক ব্যবস্থাপনা ও কৌশলগত সহযোগিতা প্রদান করছে।  

প্রকল্পটি পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেস ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। 

স্বাগত বক্তব্য প্রদান করেন Texas State University, USA এর আধ্যাপক ড. মদন মোহন দে। চিফ পেট্রোন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমদাদুল হক চৌধুরী। 

অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক মাছের  Value Chain উন্নয়নের কৌশল প্রনয়ণ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন করেন উক্ত প্রকল্পের বাংলাদেশ অংশের প্রধান গবেষক প্রফেসর ড. মোঃ আক্তারুজ্জামান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কে এইচ মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কে. এম. মোস্তাফিজুর রহমান, কৃষি অর্থনীতিবিদ এম এ সাত্তার মণ্ডল।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্বিবদ্যালয়ের শিক্ষকবৃন্দ, গবেষণা প্রতিষ্ঠানের গবেষকগণ, সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফিসারিজ ভ্যালু চেইনের বিভিন্ন স্টেকহোল্ডারস ( হ্যাচারী মালিক, চাষী, প্রক্রিয়াজাতকারক ও রপ্তানিকারক) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রিবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য আলোচকবৃন্দ USAID এর অর্থাায়নের পরিচালিত গবেষণা প্রকল্পের অর্জিত ফলাফল বাংলাদেশের মৎস্যখাতের টেকসই উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি