ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কেঁদে বুক ভাসালেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ১১ জুন ২০১৮ | আপডেট: ১১:৩১, ১৩ জুন ২০১৮

সম্প্রতি নেইমারকে নিয়ে ব্রাজিলের এক টিভি চ্যানেলে তার ছোটবেলার ঘটনা নিয়ে এক অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। এ অনুষ্ঠানে নেইমারের ছোটবেলার বিভিন্ন ঘটনা ফুটিয়ে তোলা হয়। সেই অনুষ্ঠান তৈরি করার সময় নেইমার তার শৈশবের বিভিন্ন স্মৃতি মনে করে কেঁদে ফেলেন।    

ঘটনার বর্ননা দিতে গিয়ে ওই টিভির একজন কর্মকর্তা বলেন, সাও পাওলোর সেন ভিনসেন্তে কেটেছে নেইমারের শৈশব। তার সেই শৈশবের বিভিন্ন দিক ফুটিয়ে তোলার জন্য আমরা এই উদ্যোগ নেই। এত বছর পর সেই বাড়িটিতে যেন তিনি খুঁজে পেলেন তার সেই পূর্বের স্মৃতি। আসল বাড়িটি নয়; আসলে আমাদের অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে নেইমারের প্রথম বাড়ির রেপ্লিকা। সেই `নকল` বাড়িটিতে পা দিয়েই যেন নেইমার ফিরে গেলেন শৈশবে। এ জন্য আবেগ দরে রাখতে না পেরে তিনি কেঁদে ফেলেন।   

তিনি বলেন, নেইমারদের আগের বাড়িটি যেমন ছিল, ঠিক তেমনভাবেই সাজানো হয়েছিল রেপ্লিকা বাড়িটি। তারপর নেইমার ও তার মাকে নিয়ে যাওয়া হয় সেখানে। তার ছেলেবেলার অনেক স্মৃতিই ধরে রাখা হয়েছে সেখানে। যেসব শটস পরে সেই বেলায় ছোট্ট ছেলেটি খেলেছে, সেগুলো সাজিয়ে রাখা হয়েছে পরম যত্নে। ট্রফি কেসে রাখা তার তখনের অর্জন করা ট্রফিগুলো। এসব স্মৃতি দেখে আর সহ্য করতে পারেননি নেইমার। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, প্রতিপক্ষ রক্ষণের জন্য মূর্তিমান আতঙ্ক মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেন নেইমার।

এই অনুষ্ঠানটি তৈরি করা হয়েছিল নেইমার যখন পায়ের মেটারসালের ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। নেইমারের বাবা-মা এবং বোন টিভি প্রযোজককে সহায়তা করেছেন তার পুরোনো বাড়িটি বানাতে। পরিবারের পুরোনো ছবি থেকে আগের বাড়িটি সম্পর্কে ভালো ধারণা পাওয়া গেছে। 

অনেকেই বলে থাকেন, মানুষ বড় হয়ে গেলে নাকি তাদের অতীত ভুলে যায়। না, নেইমার তার সংগ্রামী জীবনকে ভুলে যাননি। তাই শৈশবে স্মৃতি মনে করে কেঁদে বুক ভাসান তিনি।

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি