ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেউ আইনের ঊর্ধ্বে নয়: হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় একুশে টিভি অনলাইনকে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি খালেদা জিয়া দুর্নীতি করেছেন। আজ এ রায়ের মধ্য দিয়ে তা প্রমাণিত হলো।

আওয়ামী লীগ এ রায়ে সন্তুষ্ট কিনা-এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, এটা আওয়ামী লীগ বা বিএনপির বিষয় নয়। এটা আদালত ও অপরাধীর বিষয়। আদালত যা ভালো মনে করেছে তাই রায় দিয়েছে।

উল্লেখ্য দীর্ঘ দিনের বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আজ রায় ঘোষিত হয়। রায়ে মামলার প্রধান আসামী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মামলার অন্য আসামীদের দশ বছরের কারাদণ্ড ও আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি