ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইয়াফেস ওসমান

প্রকাশিত : ১৯:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি করে না, আর তার সরকার দুর্নীতি করে না বলেই দেশকে এতো দ্রুত এগিয়ে নিতে পেরেছে।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ট্যান্ডেম এক্সিলারেটর ফ্যাসিলিটিজ বিভাগ ও বিভিন্ন খাদ্য দ্রব্যের মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বলেই দেশে বড় বড় সিন্ধান্ত নিতে পারছেন। আমার মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত। এখানে আমি ১০ বছর ধরে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে কেউই দুর্নীতি করতে পারেনি এবং পারবেও না। এখানে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞানীদের মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ডসিমিটার ল্যবরেটরি (এসএসডিএল) থেকে কয়েকটি ক্ষেত্রে উপকারিতা নিশ্চিত করতে কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গোটা বিশ্বের ৬৭ দেশের মধ্যে ৭৯টি এই ধরনের পরীক্ষাগার রয়েছে। এর মধ্যে সাভারের আশুলিয়ায় আনবিক শক্তি কমিশন কেন্দ্র একটি।

এই পরীক্ষাগার থেকে যেসব বিষয়ে উপকারিতা ভোগ করা যাবে-ক্যান্সার আক্রান্ত শতকরা ৬০-৭০ ভাগ রোগীকে রেডিওথেরাপীর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানসহ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত সরকারি-বেসরকারি হাসপাতাল সমূহের রেডিওথেরাপীর ডসিমেট্রি ও চিকিৎসার মান নিশ্চিত করনে সেবা প্রদান। বিকিরণ স্থাপনাতে কর্মরত কর্মচারীদের বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিকিরণ পরিমাপক যন্ত্রপাতি যেমন-সার্ভেমিটার, পকেট ডসিমিটার ও সেলিব্রেশন সার্ভিস দেওয়া। 

পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠান সাভারের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. নুরুল ইসলাম বলেন, এস.এস.ডি এল ল্যাবরেটরিটির আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার ট্রিসেবিলিট অর্জন করায় এশিয়ার বিভিন্ন দেশ থেকেও আমাদেরকে সেলিব্রেশন সার্ভিস প্রদানের অনরোধ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক,পরমানু শক্তি কমিশনের সদস্য (জিব বিজ্ঞান) অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠান সাভার এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. নুরুল ইসলাম, আইএনএসটি এর পরিচালক ড. নির্মল চন্দ দফাদার প্রমুখ।

কেআই/এসএইচ/

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি