ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কেএসআরএম ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ২৩ আগস্ট ২০২৩

শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্ণামেন্ট-২০২৩। ১৫ আগস্ট অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া টুর্ণামেন্টের উদ্বোধন করেন কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন।

টুর্ণামেন্টের গ্রুপ পর্ব শেষে মঙ্গলবার (২২ আগস্ট) ফাইনালের মুখোমুখি হয় মার্কেটিং ভাইকিংস বনাম এমসিডি ওয়ারিওরস্। টুর্ণামেন্টে মার্কেটিং ভাইকিংস এমসিডি ওয়ারিওরসকে ১-০ গোলে পরাজিত করে। সমাপনী আয়োজনে বিজয়ী দল মার্কেটিং ভাইকিংসকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কেএসআরএমের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম। 

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) সুজন কুমার দাশ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (আইটি) হাসান মুরাদ, পিএস টু ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপক (ব্রান্ড), মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা (ব্রান্ড) মিজান উল হক, মিঠুন বড়ুয়া, আশরাফুল ইসলাম ও জ্যেষ্ঠ কর্মকর্তা (সেলস্ অডিট) বাবু কান্তি দাশ প্রমুখ। টুর্ণামেন্টে ফাইনাল খেলা পরিচালনা করেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক  (এমআইএস) আবদুল্লাহ আল মামুন।

সমাপনী আয়োজনে মহাব্যবস্থাপক নজরুল আলম বলেন, এ ধরনের আয়োজন কেএসআরএমে কর্মরত সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তৈরি করবে। পরস্পরের মধ্যে সুসম্পর্ক রক্ষায় ভুমিকা রাখবে। 

তিনি আরও বলেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরণের টুর্নামেন্টের আয়োজন থাকা জরুরি। এতে কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ হবে। এমন কোনো টুর্নামেন্টের আয়োজন হলে কেএসআরএম সানন্দে অংশগ্রহণ করবে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি