ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কেজরিওয়ালের ২০ সদস্য বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ২১ জানুয়ারি ২০১৮

ভারতের রাজনীতিতে আবারও একবার ধাক্কা খেলেন দিল্লীর ‘সম্রাট’ অরবিন্দ কেজরিওয়াল। সংসদ সদস্য হওয়ার পরও লাভজনক পেশায় জড়িত এমন অভিযোগে দিল্লীর রাজ্যসভার ২০ সংসদ সদস্যকে বরখাস্থ করেছেন দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।

বরখাস্থ ২০ সাংসদই আদমি-আদমি পার্টির সদস্য বলে জানা গেছে। এতে দলটির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল আবারও বড় ধরণের ধাক্কা খেয়েছেন বলে মনে করা হচ্ছে।

এর আগে ভারতের নির্বাচন কমিশন ওই ২০ সদস্যের সংসদ সদস্য পদ বাতিলের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠায়। এতে দিল্লীতে আবারও উপ-নির্বাচনের বিষয়টি সামনে চলে এসেছে। অনেকের প্রশ্ন, কেজরিওয়াল কি আবারও ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিবেন? না কি দলের নতুন নেতাদের ওই নির্বাচনে অংশগ্রহণ করাবেন।

এদিকে রাষ্ট্রপতির এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশে করেছে দলটির নেতৃবৃন্দ। দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা গোপাল রায় বলেন, আমরা শিগগিরই রাষ্ট্রপতির কাছে যাবো। আমাদের অন্তত নিজেদের বক্তব্য প্রকাশের জন্য তার কাছে আবেদন জানাবো। এদিকে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তাদের দাবি বিজেপির সঙ্গে আম-আদমি পার্টি আঁতাত করেছে।

কংগ্রেসের দাবি আরও আগে যদি ওই সদস্যরা বহিস্কার হতেন, তাহলে রাজ্যসভা নির্বাচনে তারা ভোট দিতে পারতেন না। তাই এ প্রক্রিয়া বিলম্বিত করতে নির্বাচন কমিশনের সহায়তা পেয়েছে দলটি, এমন অভিযোগ কংগ্রেস নেতা অজয় মেকানের। তবে বিজেপি বলছে, নির্বাচন কমিশনের উপর কোন ধরণের প্রভাব বিস্তার করেনি দলটি।

গত শুক্রবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে লেখা এক চিঠিতে জানায়, আম-আদমি পার্টির ওই ২০ নেতা সংসদ সদস্য হওয়া সত্ত্বেও তারা লাভজনক পেশায় জড়িত। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানায় সাংবিধানিক এ সংস্থাটি।

সুত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি