কেজিসি গলফ চ্যাম্পিয়ানশিপ জিতেছেন তাসভীর
প্রকাশিত : ১৫:০৭, ৩০ মে ২০২৩ | আপডেট: ১৫:০৮, ৩০ মে ২০২৩
২০২২-২৩ সালের টুর্নামেন্ট মৌসুমে কুর্মিটোলা গলফ ক্লাব এর ক্লাব চ্যাম্পিয়ানশিপ জিতেছেন গলফান তাসভীর হাসান মজুমদার। তার বিজয়ের খবর ছাপা হয়েছে দেশের একমাত্র গলফ ম্যাগাজিন দ্য গলফহাউসের প্রথম পৃষ্ঠায়।
তাসভীর হাসান মজুমদার ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ৮ বছর বয়সে তার গলফ ক্যারিয়ার শুরু করেন।
একজন জুনিয়র অপেশাদার হিসেবে তিনি বাংলাদেশের সব গলফ ক্লাবে খেলেছেন। তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র গলফ চ্যাম্পিয়ানশিপ, ভারতে এশিয়া প্যাসিফিক জুনিয়র গলফ চ্যাম্পিয়ানশিপ, ফিলিপাইনে জুুনিরো টিম ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়ানশিপ এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে লোভনীয় ব্রিটিশ ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
তিনি তার গলফ ক্যারিয়ারে এ পর্যন্ত ১০৫টি ট্রফি জিতেছেন। এছাড়াও, তিনি বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় অ্যামেচার প্রতিযোগিতার বাংলাদেশ এবং কেজিসি (কুর্মিটোলা গলফ ক্লাব) এর প্রতিনিধিত্ব করেছেন। ১০ বছর বয়সে তিনি ঘাটাইল গলফ ক্লাবে তার ক্যারিয়ারের একটি অসামান্য অর্জন ’’হোল ইন ওয়ান’’ করেন।
তিনি মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ইউনিলিভার অ্যাকাউন্টের তত্ত্বাবধানে সিনিয়র মিডিয়া এক্সিকিউটিভ হিসাবে ২০১৯ সালে স্নাতক হওয়ার পর থেকে তিনি এশিয়াটিক মাইন্ডশেয়ারের সাথে পূর্ণকালীন চাকরিতে নিযুক্ত রয়েছেন।
এসবি/