ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেন অন্যদের থেকে আলাদা খুলনা বিশ্ববিদ্যালয়

খুবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৩, ২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুটিন, সিলেবাস, পরীক্ষার সময়সূচি বছরের প্রথমেই নির্ধারণ করে দেয়া হয়। একাডেমিক ক্যালেন্ডার খুবির সংবিধান, যার কোনরকম হেরফের হয় না।

আনুষ্ঠানিকভাবে ৪টি পাঠ্যবিষয়ে ৮০ জন শিক্ষার্থী নিয়ে ১৯৯১ সালে শিক্ষা কার্যক্রম শুরু করে খুলনা বিশ্ববিদ্যালয়। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮টি স্কুল (অনুষদ) রয়েছে।এখানে রয়েছে ২৯টি ডিসিপ্লিন (বিভাগ)।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলো সকল প্রকার রাজনীতিমুক্ত। 
ছাত্র রাজনীতি নেই, তবুও কেউ পিছিয়ে নেই নেতৃত্বদানে। বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদের উত্থান, হলি আর্টিজান হামলা ও শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলার প্রতিবাদ, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন, পরিবেশ রক্ষাসহ নিজেদের অধিকার আদায়ে বিভিন্ন সময়ের আন্দোলনসমূহ সেই ইঙ্গিত বহন করে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশই শিক্ষার্থীদের নেতৃত্বদানের গুণাবলি প্রদান করে।

১২ মাসে ১৩ পার্বণ বলে কথাটা যেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য যথার্থ বাক্য। ডিসিপ্লিন ভেদে কালচারাল নাইটের সঙ্গে সঙ্গে পিঠা উৎসব, র‍্যাগ ডে ফেস্ট, কালার ফেস্ট, চৈত্র সংক্রান্তি (ঘুড়ি ওড়ানো উৎসব), বৈশাখি মেলা, দিবস উপলক্ষ্য করে প্রোগ্রাম, কালচারাল সংগঠনের সলো প্রোগ্রামে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থাকে জমজমাট।

৩২টি সাংস্কৃতিক সংগঠন আছে। এ সংগঠনগুলো সারাবছর ক্যাম্পাসকে উৎসবমুখর করে রাখে।

শারীরিক ও মানসিক বিকাশে বিতর্ক প্রতিযোগিতা, রক্তদানে স্বেচ্ছাসেবী সংগঠন, খেলাধুলার জন্য আন্তঃডিসিপ্লিন ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট ছাড়াও অ্যাথলেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া এখানে আছে দৃষ্টিনন্দন লেকওয়ে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে নেই কোনো সেশনজট।

শিক্ষা-গবেষণার মান বা পরিবেশের দিক থেকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সম্পর্কে ধারণা নিতে গেলে নজর দেওয়া যেতে পারে স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস পরিচালিত বিশ্বের ৭০২৬টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ওপর পরিচালিত (ইনডেক্স জার্নালভিত্তিক) জরিপের দিকে। যেখানে কয়েক বছর ধরে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম দিকে স্থান করে নিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি)র গাইডলাইন অনুসরণ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলামে পাঠদান চলে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি