কেপটাউন টেস্টের প্রথম দিনে বোলারদের দাপট
প্রকাশিত : ২৩:৩২, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১৫, ৬ জানুয়ারি ২০১৮
ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সে কেপটাউন সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা ২৮৬ রানেই গুটিয়ে গেছে। এবি ডি ভিলিয়ার্স আর ফাফ ডু প্লেসিসের জোড়া হাফসেঞ্চুরির পরও এই প্রথম ইনিংসে বেশি এগুতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ব্যাটিং এর শুরুতেই তিন ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। তখন প্রোটিয়াদের বোর্ডে মাত্র ১২ রান।
ভারতের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ২টি উইকটে। একটি করে উইকেট হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি আর জাসপ্রিত বুমরাহর।
দক্ষিণ আফ্রিকাকে ২৮৬ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নামেন ভারত। ব্যাট করতে নেমে ১১ ওভার ব্যাট করতেই ৩ ইউকেট হারিয়ে ফেলে সফরকারীরা। স্কোর বোর্ডে যোগ করে ২৮ রান।
এম/টিকে