ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

কেবলা নির্ণয়ে গুগলের নতুন সেবা চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ১৪ জুন ২০১৭ | আপডেট: ১২:৫৯, ১৫ জুন ২০১৭

পবিত্র রমজান মাসে মুসলমানদের নামাজে সহায়তা করতে কেবলা নির্ণয়ের জন্য ‘‘কেবলা ফাইন্ডার সার্ভিস’ নামে নতুন একটি সেবা চালু করেছে গুগল। নতুন এ সেবার মাধ্যমে গ্রাহকরা মক্কার পবিত্র কাবা শরীফের সঠিক দিক নির্ণয় করতে পারবেন।

গুগলে ‘কেবলা ফাইন্ডার’ অনুসন্ধান করে নতুন এ সেবা উপভোগ করা যাবে। গুগলে অনুসন্ধান করে উপরে আসা লিংকে ক্লিক করে অথবা সার্ভিসটির সরাসরি লিংকে গিয়ে কাবা শরীফের সঠিক দিক জানা যাবে।

তবে গুগলের নতুন এ সার্ভিসটি স্মার্টফোনে বিল্ট ইন কম্পাস ব্যবহার করে কাবা শরীফের দিক নির্ণয় করে থাকে। সেক্ষেত্রে ডিভাইসে কম্পাস বিল্ট ইন না থাকলে এই সার্ভিস কাজ করবে না। তা ছাড়া রমজান উপলক্ষে সার্ভিসটিতে নতুন সব ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে গুগল ম্যাপে রমজান সংক্রান্ত নোটিফিকেশন এবং ইউটিউবে রমজান নিয়ে বহুল আলোচিত টিভি সিরিজ ‘মোসালাসাত’ যুক্ত করা হয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি