ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ল্যাংড়া আমির ‘বন্দুকযুদ্ধে’ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ১ আগস্ট ২০১৭

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমিরবন্দুকযুদ্ধেনিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমির শিশু পরাগ অপহরণ  মামলার প্রধান আসামি ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মীরেরবাগ এলাকায় আমিরের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল রাতে সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় আমিরকে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

পুলিশ জানিয়েছে, মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমিরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। পুলিশ অনেক দিন ধরেই তাঁকে ধরার চেষ্টা করে আসছিল। তাঁর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে। সেখানেই লাশের ময়নাতদন্ত হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ নভেম্বর সকালে কেরানীগঞ্জের সুভাঢ্যা পশ্চিমপাড়ার বাসার সামনে থেকে অপহৃত হয় সদরঘাটের হিড ইন্টারন্যাশনাল স্কুলে কেজি ওয়ানের ছাত্র পরাগ মণ্ডল (৬)। গাড়িতে ওঠার সময় মা লিপি মণ্ডল, বোন পিনাকী মণ্ডল ও গাড়িচালক নজরুলকে গুলি করে পরাগকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

এর ৪৮ ঘণ্টা পর কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় পরাগকে। পরাগের বাবা বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেন।

২০১৩ সালের ২৩ অগাস্ট ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পলাতক আমিরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু করে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি