কেরানীগঞ্জে আগুনে দগ্ধ আরও ১ জনের মৃত্যু
প্রকাশিত : ১৩:৫০, ১৪ ডিসেম্বর ২০১৯
রাজধানীর কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসাদ (১৪) নামের এক কিশোর মারা যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন।
পার্থ শঙ্কর পাল জানান, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও ৯ জন ভর্তি রয়েছেন। তারা সবাই লাইফ সাপোর্টে আছেন। এছাড়া ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন ৮ জন। এ ঘটনায় নিহত অন্যরা হলেন, কারখানার ইলেক্ট্রিশিয়ান বাবলু হোসেন (২৬), মো. জাহাঙ্গীর হোসেন (৫৫), মেশিন মেইনটেন্যান্স সালাউদ্দিন (৩৫), মেশিন অপারেটর আব্দুল খালেক খলিফা (৩৫), সিনিয়র অপারেটর জিনারুল ইসলাম মোল্লা (৩২), শ্রমিক ইমরান (১৮), মো. সুজন (১৯), মো. আলম (২৫), ওমর ফারুক (৩২), রায়হান বিশ্বাস (১৬), ফয়সাল (২৯), মেহেদী হোসেন (২০) ও মাহাবুব হোসেন (২৫)।
উল্লেখ্য, বুধবার কেরানীগঞ্জের চুনকুটিয়ার এলাকার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার প্লাস্টিক কারখানাটিসহ একই মালিকের আরও একটি কারখানা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। কারখানাগুলো অনুমোদনহীনভাবে গড়ে ওঠায় তা সিলগালা করে দেওয়া হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ নিশ্চিত করেন।
এমএস/
আরও পড়ুন