ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার কেরানীগঞ্জের স্বপ্নধারায় র‌্যাব-১০ এর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ভোরে র‌্যাব-১০ গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ‘বন্দুকযুদ্ধে’ মৃত ব্যক্তির শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি