ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কেরানীগঞ্জে শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ২৫ জুলাই ২০১৭ | আপডেট: ১২:৫৮, ২৭ জুলাই ২০১৭

ঢাকার কেরানীগঞ্জে একটি বোতল তৈরির কারখানার এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস দিয়েছে তার দুই সহকর্মী। এতে সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে।

সূর্য (১৫)নামের ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার এক সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ দক্ষিণ থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে ইস্টেন বাজারে ‘ইয়ার প্লাস্টিক’ কারখানায় এ ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সহকর্মী ফিলিমন ও এলিসন সূর্যের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস দেয়। এদের মধ্যে এলিসনকে গ্রেফতার করা হয়েছে।

এলিসন বলেন, বোতল ফুলানো বাতাস দেওয়া মেশিন দিয়ে তারা ‘দুষ্টামি করতে গিয়ে’ এই ঘটনা ঘটিয়ে ফেলেছে। সূর্য অসুস্থ হয়ে পড়লে তারাই তাকে হাসপাতালে নিয়ে যান।

সূর্যের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এলিসনের বাড়িও একই এলাকায়।

এলিসন জানায়, প্রায় তিন মাস আগে সে এই কারখানায় কাজ নেয়। এর আগে থেকেই কাজ করত সূর্য।

হাসপাতাল থেকে এলিসনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ওসি মনিরুল বলেন, ফিলিমনকে খোঁজা হচ্ছে।

শিশুটির বিষয়ে তিনি বলেন, সূর্যের এখন শ্বাসকষ্ট হচ্ছে। অস্ত্রোপচারের কথা বলেছেন চিকিৎসকরা।

//আর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি