ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

কেলেংকারির পরও রেকর্ড আয় করেছে ফেইসবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ২৬ এপ্রিল ২০১৮

ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে কেলেংকারির পরও চলতি বছরের প্রথম তিন মাসে রেকর্ড আয় করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তিন মাসে আয়ের পরিমান ১২ বিলিয়ন ডলার, যা গেল বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ক্যামব্রিজ অ্যানালাইটিকার ফেইসবুকের তথ্য ব্যবহার নিয়ে তদন্তের মুখে থাকা জাকারবার্গ একে শক্তিশালী অবস্থান হিসেবে উল্লেখ করেন। বলেন, তথ্য কেলেংকারির প্রভাব খুব কমই পড়েছে ফেইসবুক ব্যবহারকারীদের ওপর। বরং প্রতিদিনই ব্যবহারীর সংখ্যা বেড়ে দেড় বিলিয়নে দাঁড়িয়েছে। সম্প্রতি লন্ডন ভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালাইটিকা ৮ কোটি ৭০ লাখ ফেইসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। অভিযোগ ওঠে ওইসব তথ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যবহার করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি