ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ান ওপেন

কে পরবেন শিরোপার মুকুট?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২৭ জানুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবারের মতো ফাইনাল খেলছেন তারা। তাই উত্তেজনাটাও যেন ছাড়িয়ে গেছে সবমাত্রা। নারীদের একক টেনিসে আজ রাতে মুখোমুখি হচ্ছেন টেনিস তারকা ক্যারোলাস ওজনিয়াকি ও ইমুনা হালেপ।

দুই সপ্তাহের টানা উত্তেজনার পর আজ রাতেই শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিতে হতে যাচ্ছে। আর কে হচ্ছেন এ শিরোপার দাবিদার, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। যে-ই জিতবেন, ইতিহাসে প্রথমবারের মতো নাম লেখাবেন অসি টেনিস মুকুট জয়ের তালিকায়।

শুধু তাই নয় এ শিরোপা জয়ের মাধ্যমে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে পৌঁছে যাওয়ার সুযোগ থাকছে দুজনেরই। দুজনেরই পয়েন্ট কাছাকাছি। ক্যারোলাস ওজনিয়াকি এখন দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আর হালেপ রয়েছেন এক-এ। এছাড়া আগামী রোববার ছেলেদের একক ফাইনালে রজার ফেদেরার লড়বেন ক্রোট মারিন চিলিচের বিরুদ্ধে।

এর আগে, অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে শীর্ষ বাছাই রুমানিয়ান তরুণী সিমোনা হ্যালেপ এবং দ্বিতীয় বাছাই ড্যানিশ তরুণী ক্যারোলিন ওজনিয়াকি দুজনেই ফাইনাল নিশ্চিত করেন। সেমিফাইনালে সিমোনা হ্যালেপ ৬-৪, ৩-৬, ৯-৭ গেমে হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে। অন্য সেমিফাইনালে ক্যারোলিন ওজনিয়াকি ৬-৩, ৭-৬ (৭/২) গেমে হারিয়েছেন বেলজিয়ামের এলিস মার্টেনস।

মাঝখানে দীর্ঘ সময় টেনিসে নিজেকে মেলে ধরতে পারেননি ড্যানিশ তরুণী ক্যারোলিন ওজনিয়াকি। তাই বলে হাল ছেড়ে দেননি তিনি। কখনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জেতা না হলেও ২০০৯ ও ২০১৪ সালে ইউএস ওপেনের ফাইনাল খেলেছেন। অন্যদিকে সিমোনা হ্যালেপও কখনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জিততে পারেননি। ফ্রেঞ্চ ওপেনে ২০১৪ ও ২০১৭ সালে ফাইনাল খেলেছেন সিমোনা হ্যালেপ।

দুজনের অতীত গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে মোটামুটি একই রকম হলেও মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে আছেন ক্যারোলিন ওজনিয়াকি। দুজন এর আগে ছয়বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে চারবারই জিতেছেন ওজনিয়াকি।

অবশ্য দুজন কখনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে মুখোমুখি হননি। দেখা যাক, এই লড়াইয়ে কে জিতেন! এদিকে পুরুষ এককে গতকাল সেমিফাইনালে ব্রিটিশ তরুণ কাইল এডমুন্ডকে ৬-২, ৭-৬ (৭/৪), ৬-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ক্রোয়েশিয়ান তারকা ম্যারিন চিলিচ। ফাইনালে তাকে সর্বোচ্চ গ্রান্ডস্লামজয়ী ফেদেরারকে মোকাবেলা করতে হবে।

সূত্র: গার্ডিয়ান
এমজে/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি