ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কোটালীপাড়ায় শতভাগ বিদ্যুৎ সংযোগের কাজ চলেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ২২ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৫:১৮, ২২ এপ্রিল ২০১৭

কোটালীপাড়ায় বিদ্যুৎ সংযোগের কাজ

কোটালীপাড়ায় বিদ্যুৎ সংযোগের কাজ

গোপালগঞ্জের কোটালীপাড়া শতভাগ বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে দ্রুত কাজ করছে পল্লী বিদ্যুৎ সমিতি। ইতোমধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে টুঙ্গিপাড়া উপজেলা। পুরো জেলাকে বিদ্যুতের আওতায় আনা হলে একদিকে উপকৃত হবে আড়াই লাখ পরিবার, অপরদিকে, শিক্ষা, ব্যবসা ও কৃষিতে আসবে আমূল পরিবর্তন।
নিম্ন জলাভূমি হিসাবে পরিচিত গোপালগঞ্জের সব এলাকায় এখনো পৌঁছেনি বিদ্যুৎ। ফলে এখানকার বাসিন্দারা এখনো হারিকেনের আলো জ্বালিয়ে পড়াশোনা, কাজকর্ম আর ব্যবসা পরিচালনা করেন। সেই সাথে ডিজেল পুড়িয়ে ক্ষেতে ফসল ফলান।
সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে টুঙ্গিপাড়াকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। আর কোটালীপাড়ায় শতভাগ বিদ্যুৎ সংযোগের কাজ চলেছে।
এদিকে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে এমন খবরে উচ্ছসিত কোটালীপাড়ার বিলাঞ্চলের মানুষ।
পুরো জেলা বিদ্যুতের আওতায় আসলে এখানকার শিক্ষা, ব্যবসা ও কৃষিতে আসবে আমুল পরিবর্তন।
আর শতভাগ বিদ্যুত নিশ্চিত করতে কাজ চলছে বলে জানালেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা।
জেলার উন্নয়নে দ্রুত শতভাগ বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করবে কর্তৃপক্ষ --এমনটাই প্রত্যাশা গোপালগঞ্জবাসীর।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি