কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ খালি পায়ে রাবি শিক্ষকের
প্রকাশিত : ১৪:১৯, ৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৫:৫৫, ৩ জুলাই ২০১৮
বিসিএসসহ সরকারি সব চাকরিতে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানানো হয়ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ খান খালি পায়ে এ প্রতিবাদের ডাক দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ প্রতিবাদের ডাক দেন।
এক স্ট্যাটাসে তিনি লেখেন- দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং লাঞ্ছনার প্রতিবাদে আজ মঙ্গলবার নগ্নপদে অফিসে যাব। সকাল ১১টা-১২টা পর্যন্ত জোহা স্যারের মাজারে দাঁড়িয়ে নীরবতা পালন করব।
প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়ে ফরিদ খান লেখেন, খালি হাতে, নগ্ন পায়ে এবং নীরবে যে কেউ যোগদান করতে পারেন। কোনো স্লোগান না, ফেস্টুন না, বক্তৃতা না- না কোনো রাজনীতি। এই নগ্নপায়ে নীরব প্রতিবাদ বোঝাবে আমরা আর সভ্যসমাজের নাগরিক নয়, যেখানে বাকস্বাধীনতা আছে, যেখানে ন্যায়সঙ্গত প্রতিবাদের সুযোগ আছে।
সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়। অতর্কিত হামলায় চার শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আরকে//
আরও পড়ুন