কোটা আন্দোলনের নেতা রাশেদকে তুলে নেওয়ার অভিযোগ (ভিডিও)
প্রকাশিত : ১৪:১৬, ১ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:৫৬, ১ জুলাই ২০১৮
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ দুপুর ১ টার দিকে তাকে মিরপুর-১৪ থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করছেন কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন।
এছাড়া রাশেদ খান নিজের ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসেও তাকে তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। রাশেদ খান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।
তবে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ডিবি পুলিশ এমন কাউকে আটক করেনি।
জানতে চাইলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন আজ দুপুর ২ টার দিকে একুশে টিভি অনলাইনকে মুঠোফোনে বলেন, আজ দুপুর একটার দিকে রাশেদকে তার মিরপুরের বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। সাদা পোশাকে পুলিশ এবং তাদের সঙ্গে পোশাকধারী পুলিশ সদস্যও ছিলেন।
এর আগে গতকাল শনিবার বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা জড়ো হলে সেখানে হামলা চালানো হয়। কোটা আন্দোলনকারীদের অভিযোগ ছাত্রলীগ এ হামলা চালিয়েছে। এতে পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর গুরুত্বর আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। যদিও ছাত্রলীগ হামলায় দায় স্বীকার করে নি।
এর প্রতিবাদে আজ থেকে সারাদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন ও অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে অবশ্য আজ রোববার সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ভিডিও লিংক
https://www.facebook.com/www.rashedkhan/videos/511465795938780/
টিআর / এআর
আরও পড়ুন