ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোটা আন্দোলনে ভর করে পার পেতে চায় বিএনপি: হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২ জুলাই ২০১৮ | আপডেট: ১৫:০৮, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি কোটা আন্দোলনে ভর করে পার পেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি নিজে আন্দোলন করতে পারে না। তাই কোটার আন্দোলনকারীদের উপর সওয়ার হয়েছে। দলটি খড়কুটো ধরে বেঁচে থাকতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা` শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাশ।

হাছান মাহমুদ বলেন, কোটার পেছনে রাজনীতি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের বক্তব্য দেখে বুঝা যায় এরা কোন ঘরানার মানুষ। এরা শেখ হাসিনা বিদ্বেষী, আওয়ামী লীগ বিদ্বেষী।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নিজে আন্দোলন করতে পারেনা। তাই কোটার উপর ভর করেছে। এদেশে সাড়ে চার দশক কোটা ছিল। বাতিল করতে হলে সময় লাগবে। কেউ বাতিলের পক্ষে। আবার কেউ বহালের পক্ষে। সরকারকে সবার কথা শুনতে হয়।

তিনি আরও বলেন, শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বা দু`একটা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আন্দোলন করলেই কোটা বাতিল হয়ে যাবে, তা হবে না। আবার কেউ এটা নিয়ে রাজনীতি করবে আর সরকার সেই রাজনীতির ফাঁদে পা দিবে তা তো হয় না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি খড়কুটো ধরে টিকে থাকতে চায়। গ্রামে বান আসলে যেমন সব ভেসে যায় তেমনি বিএনপিও ভেসে যাচ্ছে। তাদের গর্জন ব্যাঙয়ের মত। বর্ষায় বান আসলে ব্যাঙয়ের গর্তে যখন পানি ঢুকে ব্যাঙ তখন জোরে তর্জন গর্জন করে। বিএনপি`র গর্জন সেরকম।

আআ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি