কোটা আন্দোলন রাজনৈতিক প্রমাণ করেছে বিএনপি: হাছান মাহমুদ
প্রকাশিত : ১৮:১৫, ১৯ জুলাই ২০১৮
কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্রবিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমরা শুরু থেকেই বলে আসছিলাম আন্দোলনের সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য আছে। এতোদিন বিএনপি পেছন থেকে সমর্থন দিলেও এবার বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়ে আমাদের বক্তব্য যে সঠিক ছিলো তা প্রমাণ করেছে। এটা কোটাবিরোধী আন্দোলন নয়। প্রকৃতপক্ষে সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী আন্দোলন। তা প্রমাণ হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া কারাগারে প্রথম শ্রেণির কয়েদির চেয়েও অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন। সার্বক্ষনিক একজন নার্স ও একজন ডাক্তারের ব্যবস্থা রয়েছে। সেখানে রেফ্রিজারেটর, টেলিভিশন এবং আলাদা রান্নাঘরও আছে। ব্যক্তিগত সহকারি ফাতেমাও আছেন। ২০০৭ সালের ১৬ই জুলাই আমাদের নেত্রীকে যখন গ্রেফতার করা হয় তখন তাকে যেভাবে রাখা হয়েছিল, আজকে খালেদা জিয়া যে সুযোগ-সুবিধাগুলো পাচ্ছেন এই সুবিধাগুলো আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা পাননি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীন প্রমুখ।
/ আআ / এআর
আরও পড়ুন