ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫১, ৩ জুলাই ২০২৪ | আপডেট: ১৩:৫৬, ৩ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এসময় দুই পাশে শত শত যানবাহন আটকে জনভোগান্তির সৃষ্টি হয়। 

এর আগে ববি গেটে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এছাড়া এ দুটি কোটা কোন ব্যক্তি এক বারের বেশি ব্যবহার বন্ধের দাবি তোলে শিক্ষার্থীরা। 

সমাবেশে বক্তৃতা দেন ববি শিক্ষার্থী ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম, সুজয় শুভ প্রমুখ।

বক্তারা বলেন, কোটা পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অভিশাপ। কোটা সুবিধায় বিশেষ কিছু ব্যক্তির সুবিধা হলেও সাধারণ শিক্ষার্থীরা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হয়। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মেধাবীদের প্রতিযোগীর মাঠ সমান্তরাল করতে হবে। মেধাবীরা বেকার থাকলে দেশ পিছিয়ে যাবে। 

অবিলম্বে দুটি কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিল করতে হবে। নয়তো এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি