ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কোটা সংস্কার: জাবিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে প্রক্টরসহ আহত ৪০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ৯ এপ্রিল ২০১৮

কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রক্টরসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এসময় পুলিশের ছোড়া টিয়ারশেলের গ্যাসে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর সিকদার মো. জুলকারনাইন অজ্ঞান হয়ে পড়েন। একই ঘটনায় একজন সহকারী প্রক্টরও রাবার বুলটের আঘাত পান।

এ বিষয়ে প্রক্টর মো. জুলকারনাইন বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক থেকে ফেরানোর জন্য হ্যান্ড মাইকে আহবান জানাচ্ছিলেন।

এ সময় হঠাৎ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা শুরু হলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সড়ক অবরোধকালে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’।

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের কারণে দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট পাটকেল মারতে থাকেন।

আর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি