কোনো নারী মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নি : ফরিদা ইয়াসমিন
প্রকাশিত : ১২:৪৯, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:১৪, ২ জানুয়ারি ২০১৮
জাতীয় প্রেস ক্লাব সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেছেন, একাত্তরে রাজকার, আলবদর, আলশামসসহ সব মুক্তিযুদ্ধ বিরোধীরা সবাই ছিলো পুরুষ। কোনো নারী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এমন নজির পাওয়া যায় না। আর তাই বাংলার মায়েরা মেয়েরা সবাই মুক্তিযোদ্ধা।
তিনি জাতীয় প্রেস ক্লাবে আজ সকালে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত `মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা` শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, কোনো মা, কোনো বোন মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেনি। তারা পাকিস্তানিদের নির্মম নিপীড়নের শিকার হয়েছেন।
ফরিদা ইয়াসমিন এ সময় অনুষ্ঠানে উপস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী ব্যারিষ্টার তুরিন আফরোজকে উদ্দেশ্য করে বলেন, ব্যারিষ্টার তুরিন আফরোজ ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দিয়েছেন। আমরা তার সঙ্গে আছি, থাকবো।
প্রসঙ্গত, সম্প্রতি একুশে টিভি অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ব্যারিষ্টার তুরিন আফরোজ ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার দাবি করেন। যা দেশব্যাপী ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছে।
/ এআর /
আরও পড়ুন