কোপা আমেরিকার ফাইনালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা
প্রকাশিত : ১৪:৪৯, ২৬ জুন ২০১৬ | আপডেট: ১৪:৪৯, ২৬ জুন ২০১৬
শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে কাল ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জন্য নিজেকে প্রমাণের ম্যাচ এটি। লাভেজ্জি খেলতে না পারলেও ইনজুরি কাটিয়ে কাল মাঠে নামতে পারেন ডি মারিয়া। আর শিরোপায় চোখ রেখেইে মাঠে নামবে সুপার ফর্মে থাকা সানচেজ-হার্নান্দেজদের চিলি।
মেটলাইফ স্টেডিয়াম লড়াইটা গত আসরের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলির। স্পট লাইটটা অবশ্য মেসির উপরই বেশী। ২০১৪ সালে বিশ্বকাপ ও ২০১৫ সালে কোপা আমেরিকার শিরোপার খুব কাছে গিয়েও জিততে পারেননি মেসি। তাছাড়া কোপায় আগের দুই বার রানার্সআপ হলেও এবার আর হারতে চান না আর্জেন্টিাইন অধিনায়ক। ব্যর্থতার স্মৃতি নিয়ে ভাবছেন না আর্জেন্টিনার কোচ। লাভেজ্জিকে না পেলেও ফাইনালে ফিরছেন ডি মারিয়া ও ডিফেন্ডার রোহো।
গ্র“প পর্বে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিলো চিলি। পরে অবশ্য দারুণভাবে ঘুরে দাড়ায় চিলিয়ানরা। সুপার ফর্মে আছেন সানচেজ-হার্নান্দেজরা। তবে ফাইনালে অভিজ্ঞ ভিদালকে না পেলেও জয়ের ব্যপারে আশাবাদী চিলির কোচ এন্তোনিও।
রেকর্ড অবশ্য আর্জেন্টার পক্ষে। দু’দলের ৮৭ বারের দেখায় ৫৮টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। আর ৬টিতে জিতেছে চিলি। বাকি ২৩ টি ড্র হয়েছে।
আরও পড়ুন