ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কোভিড আক্রান্ত ইন্টার মিলান কোচ ইনজাগি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ২৫ জানুয়ারি ২০২২

কোভিড পজিটিভ হয়েছেন ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাগি। ইতালিয়ান সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বর্তমান চ্যাম্পিয়ন উত্তরাঞ্চলীয় এই ক্লাবের পক্ষ থেকে সংক্ষিপ্ত এক বিবৃবিতে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী ইনজাগি সোমবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। 

দেশের স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী ইনজাগি এখন সব ধরনের প্রোটোকল মেনে চলবেন।

এক ম্যাচ কম খেলা ইন্টার বর্তমানে নাপোলি ও এসি মিলানের থেকে চার পয়েন্ট এগিয়ে সিরি-এ টেবিলের শীর্ষে অবস্থান করছে। দুই সপ্তাহের আসন্ন আন্তর্জাতিক বিরতির কারনে আগামী ৫ ফেব্রুয়ারির আগে  ইন্টারের আর মাঠে নামা হচ্ছে। বিরতি কাটিয়ে মাঠে ফিরে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দী এসি মিলান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি