ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড শনাক্ত সপ্তাহে কমেছে ২৭ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ৪ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

দেশে গত এক সপ্তাহে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আরো কমে এসেছে, করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৮ মার্চ থেকে গত সাত দিনে সারা দেশে ৪৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের এই সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২৭ দশমিক ৫ শতাংশ কম। আগের সপ্তাহে ৬৭৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক সপ্তাহে চার জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে মৃত্যু হয়েছিল এক জনের। সেই হিসাবে এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৩০০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে আরও ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের।  

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৮ শতাংশ, আগের দিন এই হার ছিল শুন্য দশমিক ৭৯ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জন। গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে, তাতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৩ জন রয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৮৪২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন সুস্থ হয়ে উঠলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি