কোরবানীর পশু কেনা-কাটা এখন অনলাইনে
প্রকাশিত : ১৩:৩৯, ৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৮, ৬ সেপ্টেম্বর ২০১৬
সরাসরি হাটে গিয়ে নয়, এখন কোরবানীর পশু কেনা-কাটা করা যাচ্ছে অনলাইনে। কিছু ই- কমার্স প্রতিষ্ঠান, তাদের ওয়েবসাইটে ছবি-সহ কোরবানীর পশুর সব ধরনের তথ্য ও বিক্রেতার সাথে যোগাযোগের মোবাইল নম্বরও দিয়ে রেখেছেন। ঝক্কি ঝামেলা ছাড়াই, তথ্য প্রযুক্তির সহায়তায় কোরবানীর পশু কেনাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রেতারা।
দেশে বাড়ছে তথ্য প্রযুক্তির ব্যবহার। তাই, কোরবানীর পশু কেনা নিয়ে বাড়তি দুঃচিন্তা কমছে। পকেটে টাকা-পয়সা নিয়ে হাটে হাটে ঘুরে পশু বাছাই; দরকষাকষি করে কেনা এবং বাসায় নেওয়ার ঝক্কিও এড়ানো সম্ভব।
ক্রেতাদের বাসায় বসেই কোরবানির কাংক্ষিত পশু কেনার সুবিধা নিয়ে, এসেছে কিছু ই-কমার্স প্রতিষ্ঠান। অনলাইনে পাওয়া যাচ্ছে, গরু, ছাগল, মহিশ-সহ অন্যান্য কোরবানীর পশুর সব তথ্য। এই সুবিধাকে, ইতিবাচক বলছেন ক্রেতারা।
গেল, কয়েক বছর এ সুবিধা থাকলেও, এবারেই বেশ কিছু বাড়তি সুবিধা রেখেছে প্রতিষ্ঠান গুলো। পশুর দামও নেয়া হচ্ছে হাটের থেকে কম।
বাসায়, পশু পৌছে দেওয়ার ব্যবস্থা আগে থেকে চালু থাকলেও এবারে যুক্ত হয়েছে কসাই খুঁজে দেয়ার সুবিধাও।
প্রবাসী এবং কর্মব্যস্ত নগরবাসীই অনলাইনে, কোরবানীর পশুর প্রধান ক্রেতা বলে জানিয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
আরও পড়ুন