ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কোরিয়দের হৃদয় ভেঙে টিকে রইল ঘানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ২৮ নভেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে রীতিমত চমক দেখাচ্ছে এশিয়ার দেশগুলো। সেই দলে নাম লেখানোর সুযোগ ছিল দক্ষিণ কোরিয়ারও। সোমবার ঘানার বিপক্ষে দু’গোলে পিছিয়ে পড়েও সমতা ফেরায় তারা। তবে শেষ পর্যন্ত হারতে হলো ২-৩ ব্যবধানেই। 

ম্যাচে দাপট দেখালো দক্ষিণ কোরিয়া, কিন্তু জিতল ঘানা। কোরিয়দের হৃদয় ভেঙে দিয়ে উত্তর আফ্রিকার দেশটি টিকে রইল শেষ ষোলোর রেসে।

প্রথম থেকে বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল দক্ষিণ কোরিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল তারা। ঘানা বরং অনেক বেশি মন দিয়েছিল রক্ষণে। দক্ষিণ কোরিয়ার গতির সঙ্গে পেরে উঠছিল না তারা। তবু খেলার বিপরীতে এগিয়ে যায় ঘানাই। ২৪ মিনিটে গোল করেন মোহাম্মদ সালিসু। 

বক্সে ক্রস ভাসিয়েছিলেন জর্ডান আয়িউ। যা ক্লিয়ার করতে পারেননি দক্ষিণ কোরিয়া। বাম পায়ের শটে গোল করেন সালিসু। তবু একটি হ্যান্ডবলের জন্য ভিএআর-এর সিদ্ধান্তের অপেক্ষা করা হয়। তবে রেফারি শেষমেশ গোলের সিদ্ধান্তই দেন।

১০ মিনিট পরে আবারও এগিয়ে যায় ঘানা। এবার গোল করেন মোহাম্মদ কুদুস। এবারও ক্রস দেন সেই আয়িউ। সিউং-গুকে টপকে গোল করেন কুদুস। কোরিয়া রক্ষণের তখন দিশেহারা অবস্থা। কীভাবে ঘানাকে আটকানো যাবে বুঝতেই পারছিল না তারা। যদিও প্রথমার্ধে আর গোল দিতে পারেনি ঘানা।

দ্বিতীয়ার্ধেই দেখা গেল অন্য কোরিয়াকে। এবার তারা অনেক বেশি পরিণত। অনেক বেশি গতিশীল। ঘানা বরং একটু হালকাভাবে নিয়েছিল প্রতিপক্ষকে। তার খেসারত দিতে হলো পর পর দু’টি গোলে। ৫৩ মিনিটে চো-এর হেড বাঁচিয়ে দেন ঘানার গোলকিপার আতি-জিগি। পাঁচ মিনিট পরেই গোল। বাঁ-দিক থেকে দারুণ ক্রস ভাসিয়েছিলেন লি কাং ইন। সঠিক সময়ে সঠিক জায়গায় থেকে গোল করেন চো গুয়ে সুং।

তিন মিনিট পরেই সমতা ফেরায় কোরিয়া। এবারও দুরন্ত হেডে গোল করেন চো। প্রায় গোললাইন থেকে বক্সে বল ভাসিয়েছিলেন কিম জিন সু। বক্সে তখন ঘানার চার ডিফেন্ডার। পিছন থেকে দৌড়ে এসে অনেকটা লাফিয়ে হেডে বল জালে জড়ান চো। কেউ ভাবতেই পারেননি চো হেড করতে আসবেন।

তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি ঘানা। সাত মিনিট পরেই দলকে আবারও এগিয়ে দেন সেই কুদুস। এক্ষেত্রে দায়ী থাকবে কোরিয়ার রক্ষণ। বাঁ-দিক থেকে ভেসে আসা ক্রসে শট মিস করেন ইনাকি উইলিয়ামস। একটু ডান দিকে দাঁড়িয়ে থাকা কুদুস বাঁ-পায়ের জোরালো শটে বল জালে জড়ান।

সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া হয়ে লড়তে থাকে কোরিয়া। শেষের দিকে একের পর এক আক্রমণ করতে থাকে তারা। হ্যাটট্রিক করারও সুযোগ ছিল চো-র সামনে। কিন্তু তার গোলমুখী শট বাঁচিয়ে দেন বিপক্ষ গোলকিপার। ফলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ঘানা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি