ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

কোস্টগার্ডে নিয়োগ পাবে ১৬ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ১ জুন ২০১৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্টগার্ডে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেগাড়িচালকপদে ১৬ জন বাংলাদেশি স্থায়ী নাগরিককে অস্থায়ীভাবে এই নিয়োগ দেওয়া হবে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা কোটা অনুসরণ করা হবে

যোগ্যতা

অষ্টম শ্রেণি পাসেই পদটিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা। হালকা ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ছাড়া অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

বয়স

গত মে, ২০১৭ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা প্রতি মাসে নয় হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন পাবেন

আবেদন প্রক্রিয়া

সরকার নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরমটি পাওয়া যাবে বাংলাদেশ কোস্টগার্ডের ওয়েবসাইটে (www.coastguard.gov.bd) আবেদন ফরমটি প্রার্থীর নিজ হাতে পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসারে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে। আবেদন করার ঠিকানামহাপরিচালক, সদর দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ আবেদন করার সুযোগ থাকছে ১২ জুলাই, ২০১৭ পর্যন্ত

বিস্তারিত জানতে ৩০ মে, ২০১৭ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি