ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কোহলিদের পরাজয় মানতে পারছেন না গাভাস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ৭ আগস্ট ২০১৮

হাজারতম টেস্টকে ঠিকই স্মরণীয় করে তুলেছেন ইংলিশ বোলাররা। লোয়ার স্কোরিং ম্যাচেও ভারতীয় ব্যাটসম্যানদের কাঁপন ধরিয়ে ইনিংসটি বাগিয়ে নিয়েছেন ইংলিশ পেসাররা। আর কোহলিদের এমন হার মেনে নিতে পারছেন না সুনীল স্বয়ং সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেট কিংবদন্তির মতে, এই হারের মূল কারণ ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনে গাফিলতি।

সাবেক ভারতীয় অধিনায়ক মনে করেন, এজবাস্টন টেস্টের আগে ভারতীয় ক্রিকেট দল বলতে গেলে ঠিকভাবে অনুশীলনই করেনি, ‘ভারতীয় দল প্রস্তুতি নিতে যা করেছে, সেগুলোকে আমি মোটেও সঠিক প্রস্তুতি মনে করি না।’ ওয়ানডে সিরিজে হারের পর ভারতীয় ক্রিকেট দল পাঁচ দিন অলস সময় কাটিয়েছে বলেই মনে করেন তিনি, ‘টানা পাঁচটা দিন কীভাবে একটা দল বসে থাকে। মানছি, একটা সিরিজের পর দল বিশ্রাম নিতেই পারে। কিন্তু সেটি কোনোভাবেই টানা পাঁচ দিন হতে পারে না। তিন দিন অনুশীলনের পর এক দিন বিরতি নিতে পারে, কিন্তু পাঁচ দিন অনুশীলন ছাড়া থাকা চলে না।’

এক মাস আগে ইংল্যান্ডে গিয়ে ভারতীয় দলের কী লাভ হয়েছে—এমন প্রশ্নও তুলেছেন সাবেক ওপেনার, ‘ভারতীয় দল নিজেদের রীতিমতো প্রতারিত করেছে। এক মাস আগে ইংল্যান্ডে গিয়ে তারা ওয়ানডে খেলেছে। সাদা বলে খেলার সময় ব্যাট ঘোরানোর গতি আর লাল বলে ব্যাট ঘোরানোর গতি যে এক নয়, সেটা তো সবাই জানে। গত এক মাসে আসলে টেস্টের জন্য তাদের সঠিক প্রস্তুতিই হয়নি।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি