ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কোহলির মাইলস্টোনের দিনে পান্ডিয়ার তাণ্ডব, ভারত ১৬৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১০ নভেম্বর ২০২২

১৫তম ওভারে লিয়াম লিভিংস্টোনের শেষ বলে বাউণ্ডারি হাঁকিয়েই নতুন এক মাইলস্টোনে পৌঁছান বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রানের মাইলস্টোন টপকে যান সাবেক অধিনায়ক। 

নতুন এই মাইলস্টোনে পৌঁছতে এদিন কোহলির দরকার ছিল ৪২ রান। যা পূরণ করে শেষ পর্যন্ত আউট হয়েছেন ফিফটি করেই। ৩৯তম ফিফটি পূরণ করেই ১৮তম ওভারের শেষ বলে আউট হয়ে যান কোহলি। তার ৪০ বলের এই ইনিংসে ছিল চারটি চার ও একটি ছয়ের মার। 

এ নিয়ে চলতি বিশ্বকাপের ছয় ম্যাচে চারটি ফিফটি পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তার সঙ্গে পাল্লা দিয়ে এদিন ২৯ বলে ফিফটি হাঁকান মারকুটে হার্দিক পান্ডিয়াও। তিনটি চারের সঙ্গে চারটি ছক্কা হাঁকান এই ইনিংস খেলার পথে।

মূলত বিরাট ও হার্দিকের এমন দুটি ইনিংসেই অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

পাঁচে নেমে শেষ বলে হিটআউট হওয়ার আগে ৬৩ রানের ইনিংস খেলেন পান্ডিয়া। তার ৩৩ বলের এই ইনিংসে ছিল পাঁচটি ছয়ের সঙ্গে চারটি চারের মার।

এর আগে রাহুল ৫, রোহিত ২৭, যাদব ১৪ ও পন্ট ৬ রান করে আউট হন। ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস জর্ডান ৪৩ রানে ৩টি উইকেট নেন। এছাড়া ক্রিস ওকস ও আদিল রশিদ ১টি করে উইকেট দখল করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি