ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কোহলির সাফল্যের নেপথ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:১০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

শুরুতে কিছুটা ব্যর্থতা। তারপর একের পর এক সাফল্য। বিয়ের পর কোহলি যেনো নতুন ভাবে জন্ম নিলেন। তার অসামান্য নেতৃত্বে নিজের ও দলের ঝুলিতে রেকর্ড আর রেকর্ড। কিন্তু কি এই রহস্য! কোহলি নিজেই জানালেন তার সাফল্যের মূল উৎস। সদ্য বিবাহিত স্ত্রী আনুশকা শর্মাই তার সব সাফল্যের চাবিকাঠি।

কোহলির অনবদ্য (১২৯*) সেঞ্চুরিতে ৬ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লেডি লাক সম্পর্কে ভারতীয় অধিনায়ক বলেন, আমার এই সাফল্যের নেপথ্যে কয়েকজন কাছের মানুষ রয়েছেন। বিশেষ করে বলতে হয় আমার স্ত্রীর কথা। সেই আমার অনুপ্রেরণা। পুরো সিরিজে সে আমাকে প্রেরণা জুগিয়েছে। যা তাকে ভালো পারফর্ম করতে সহায়তা করেছে।

তিনি আরও বলেন, অতীতে আমার বাজে পারফরম্যান্সের জন্য তাকে (আনুশকাকে) অনেক কথা শুনতে হয়েছে। তবু সে আমার কাছ থেকে দূরে সরে যায়নি। ও তো গোটা দক্ষিণ আফ্রিকা সিরিজে আমাকে প্রেরণা দিয়ে গেল। সামনে থেকে নেতৃত্ব দেয়ার সময় এই প্রেরণা দুর্দান্ত অনুভূতি।

তবে নিজের প্রাপ্তির দিনে সতীর্থদের প্রশংসা করতেও ভুলেননি ভারতের এই অধিনায়ক। কোহলি বলেন, ছেলেরা দারুণ পারফর্ম করেছে। বিশেষ করে আমাদের দুই তরুণ স্পিনারের (চাহাল ও কুলদীপ) কথা বলতেই হবে। ওরা ছিল দুর্দান্ত। টপ অর্ডাররা ভালো করেছে। পেসাররাও দারুণ দেখিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা দারুণ খেলেছে বিরাট কোহলির দল। তার অসামান্য নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো প্রোটিয়াদের মাঠে তাদেরই বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ (৫-১ ব্যবধান) জিতেছে ভারত। ব্যক্তিগত রেকর্ডের ঝুলিটাও সমৃদ্ধ করেছেন তিনি। ৩ সেঞ্চুরিতে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে ৩৫তম সেঞ্চুরি। ৫৫৮ রান করে গড়েছেন কোনো দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড। ছুঁয়েছেন শততম ক্যাচের মাইলফলক। একাধিক ম্যান অব দ্য ম্যাচসহ বগলদাবা করেছেন সিরিজ সেরার পুরস্কার।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি