ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি ও অ্যটলেটিকো মাদ্রিদ

প্রকাশিত : ০৯:৩০, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৩০, ১৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি ও অ্যটলেটিকো মাদ্রিদ। ম্যান সিটি ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের সঙ্গে গোলশূণ্য ড্র করলেও প্রথম লেগের ৩-১ গোলের জয়েই পৌছে যায় শেষ আটে। আর নিজের মাঠ ভিসেন্তে ক্যালদেরেনে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ডাচ ক্লাব পিএসভির দুর্দান্ত ডিফেন্সে ম্যাচের ৯০ মিনিটই থাকে গোলশূণ্য। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম আটটি কিকেই গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রা। কিন্তু পিএসভির লুসিয়ানো নারসিংয়ের ব্যার্থতায় শেষ পর্যন্ত ৮-৭ গোলে জয় পায় অ্যাটলেটিকো মাদ্রিদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি