ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চ‍্যাম্পিয়ন্স লিগ

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে জমজমাট সব লড়াইয়ের পর শেষ হয়েছে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই খ্যাত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর খেলা। বুধবার (১২ মার্চ) শেষ চার ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় শেষ ষোলোর খেলা। শেষ ষোলোর প্রতিটি ম্যাচই আকর্ষণীয় হলেও সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে রিয়াল-অ্যাতলেটিকো এবং লিভারপুল-পিএসজির ম্যাচ। দুইটি ম্যাচই টাইব্রেকারে গিয়েছে। নানা নাটকীয়তায় গতকাল রাতে অ্যাতলেটিকোকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে কার্লো আনচেলেত্তির শিষ্যরা। আর গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে আসা লিভারপুল শেষঅব্দি শেষ আটের লড়াইয়ে যেতে পারল না। 

২০২৪-২৫ আসরের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান।

প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে। আরেক লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি।

নকআউট পর্বের প্রথম ধাপে বেনফিকার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নেয় পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা।

বুন্ডেসলিগার প্রতিপক্ষ বায়ার লেভারকুজেনকে পাত্তাই দেয়নি বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে টানা ষষ্ঠ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে ওঠে ছয়বারের শিরোপা জয়ীরা।

দুই লেগ মিলিয়ে ফেইনুর্ডকে ৪-১ গোলে হারায় ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ১২০ মিনিটের লড়াইয়ে ১-১ সমতার পর টাইব্রেকারে লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জেতে পিএসজি।

লিলের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয় পায় ডর্টমুন্ড। ক্লাব ব্রুজের বিপক্ষে দুই লেগ মিলিয়ে অ্যাস্টন ভিলার জয় ৬-১ গোলে। পিএসভি আইন্দহোভেনকে প্রথম লেগে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া আর্সেনাল ফিরতি লেগে ড্র করে ২-২-এ।

আর আতলেতিকোর বিপক্ষে ফিরতি লেগে ১-০ গোলে হেরেও, দুই লেগ মিলিয়ে ২-২ সমতার পর টাইব্রেকারে ৪-২ গোলের নাটকীয় জয় পায় শিরোপাধারী রেয়াল মাদ্রিদ।

শেষ আটের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল, ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ।

কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:
বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান
পিএসজি-অ্যাস্টন ভিলা
আর্সেনাল-রেয়াল মাদ্রিদ

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি