ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভেনাস উইলিয়ামস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ২০ মে ২০১৭ | আপডেট: ১৪:০৭, ২০ মে ২০১৭

ইতালিয়ান ওপেন টেনিসে নারী এককের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভেনাস উইলিয়ামস।
সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভেনাস উইলিয়ামসকে হারিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা গার্বেইন মুগুরুজা। প্রথম সেটে ৬-২ গেমে পিছিয়ে পরেন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস। পিছিয়ে পরে দ্বিতীয় সেটেই দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ান তিনি। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জয় নিয়ে সমতায় ফিরেন ৩৬ বছর বয়সী উইলিয়ামস। তৃতীয় ও শেষ রাউন্ডে ৬-২ গেমে জয় নিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন মুগুরুজা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ উইক্রেনিয়ান এলিনা সভিতোলিনা।





Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি