ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

কো-ব্র্যান্ডের ইউএসডি মাস্টার কার্ড চালু করেছে বেসিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ২২ মে ২০১৭ | আপডেট: ১২:৩১, ২৫ মে ২০১৭

সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য একটি কো-ব্র্যান্ডের ইউএসডি মাস্টার কার্ড চালু করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস- বেসিস।
রাজধানীর একটি হোটেলে বেসিস ও ইস্টার্ন ব্যাংকের মধ্যে যৌথ পার্টনারশিপের মাধ্যমে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার ও বেসিস সভাপতি মোস্তফা জব্বার সহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি