ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটরিনার মেকাপে কী কোন সমস্যা ছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ২১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ ভারতীয় বংশোদ্ভূত হলেও ব্রিটেনে বড় হয়ে ওঠা অভিনেত্রী পরিপাটি হয়েই ক্যামেরার সামনে আসেন তবে খুব একটা মেকাপ না নেয়ার জন্যও বেশ প্রশংসিত অভিনেত্রী এমনকি ইন্টারনেটে নিজেই নিজের মেকাপ বিহীন ছবি পোস্ট করেন ক্যাট তবে সম্প্রতি তার মেকাপেও খুঁত ধরা পড়ে

সম্প্রতি জি-সিনে এওয়ার্ডসের একটি অনুষ্ঠানে হাজির হন ক্যাটরিনা কাইফ। বিখ্যাত ডিজাইনার মনিশ মালহোত্রার ডিজাইন করা একটি পোশাক পরে আসেন ৩৪ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী। বরাবরের মত টিপটপ থাকলেও এদিন তার মেকাপে অসামঞ্জস্য দেখা দেয়।

খোলা চুল আর চোখে শিমার দেয়া ক্যাটকে বেশ সুন্দর দেখা গেলেও তার মুখমন্ডলে অনেক বেশি ‘হাইলাইট’ করা মেকাপ দেখা যায়। আর তাও ভুল জায়গায়। ঠোট, নাক এ ধরনের জায়গায় যেখানে মেকাপের পরিমাণ কম থাকে কিন্তু ক্যাটের সেখানে মেকাপ ছিল বেশ হাইলাইটেড। এমনকি বুকের ওপরে যে স্বচ্ছ পাউডার দেয়া হয় সেখানেও সমস্যা দেখা দেয়। এদিন তার চেহারাও বেশ বিবর্ণ হিসেবে ধরা দেয় ফটোগ্রাফারদের কাছে।

তবে ক্রপ কাট টপস এর সাথে স্কার্ট আর গ্ল্যামারাস ওড়নায় সবকিছুকেই ছাপিয়ে যান ক্যাটরিনা কাইফ।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি