ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটরিনার সঙ্গে রোমান্স করবেন বরুণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ০০:১৩, ২০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ক্যাটরিনার সঙ্গে এবার রোমান্সে মাতবেন বরুণ ধাওয়ান। বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডিসুজার সিনেমায় জুটিবদ্ধ হচ্ছেন তারা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করবেন বরুণ।

যদিও বরুণের সঙ্গে জুটি বেঁধে কে অভিনয় করবেন তা নিয়ে চলছিল নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল, এতে নাচবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। কিন্তু বিষয়টি এতদিন গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, এতে রোমান্স করবেন বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনা কাইফ বলেন, ‘রেমোর পরবর্তী প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। কাজের প্রতি বরুণের খুব আগ্রহ। সে অক্লান্ত পরিশ্রম করে পর্দায় জাদু দেখায়। প্রযোজক ভূষণ কুমারের সঙ্গেও আমার বোঝাপড়া ভালো। সব মিলিয়ে আমি সিনেমাটির শুটিং শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি