ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটের দেয়ালে সালমানের ছোঁয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:২৭, ৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

উড়নচণ্ডী স্বভাবের সঙ্গে সঙ্গে বিচিত্র এক গুণ রয়েছে সালমান খানের। ছবি আঁকতে ভালোবাসেন তিনি। আঁকেনও ভালো। শিল্পমনা এই বলিউড অভিনেতা শুধু যে ছবি আঁকতে ভালোবাসেন তা কিন্তু নয়। নিজের আঁকা ছবি বন্ধুদের উপহার দিতেও ভালোবাসেন। এমনটাই প্রমাণ পাওয়া গেছে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের একটি সেলফিতে।

সম্প্রতি সাল্লুর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ইন্সটাগ্রামে নিজের একটি সেলফি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, ক্যাটরিনার ঘরের দেয়ালে সালমান খানের আঁকা একটি চিত্রকর্ম।

সালমান খান সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস’–এর নবম মৌসুমে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। উদ্দেশ্য ছিল ক্যাটের ছবি ফিতুর-এর প্রচারণা। তখন সালমান তাঁকে নিজে এঁকে একটি ছবি উপহার দেন। যদিও ছবিটি ছিল অসমাপ্ত। পরে অবশ্য সালমান খান ওই ছবি আঁকা শেষ করেন। ছবিটি সম্পূর্ণ হওয়ার পর এখন তা ঝুলছে ক্যাটরিনার ঘরের দেয়ালে।

হৃদয়ে জায়গা না দিতে পারলেও সাবেক প্রেমিকের শিল্পকর্মকে ঠিকই ঘরের দেয়ালে জায়গা দিতে পেরেছেন ক্যাট।

উল্লেখ্য, যখন শুটিং থাকে না, তখনই ছবি আঁকায় নিজেকে ব্যস্ত রাখেন সালমান। ক্যানভাসে কখনও ঘষেন পেন্সিল, কখনও তুলি, আবার কখনও নিজের হাতের আঙুলই যথেষ্ট।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি