ক্যান্সার আক্রান্ত নিলয়কে বাঁচাতে চায়
প্রকাশিত : ২২:৫৩, ২৭ নভেম্বর ২০১৮
সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ফিজিওথেরাপি বিভাগের ৩৪তম ব্যাচের শিক্ষার্থী নাইমুল ইসলাম নিলয় ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে। গত ছয় মাস ধরে নিলয় বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। তার বাবা পেশায় একজন পরিবহণ শ্রমিক। ছয় মাস ধরে সন্তানের চিকিৎসার খরচ চালাতে তিনি এখন সর্বস্বান্ত। এ অবস্থায় তিনি আর ছেলের চিকিৎসার ব্যয় চালিয়ে যেতে পারছেন না।
নিলয় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগে ডা. মো. নাজির উদ্দিন মোল্লার অধীনে চিকিৎসা গ্রহণ করছে। তার চিকিৎসার পূর্ণ কোর্স সম্পন্ন করতে অন্তত পাঁচ লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় নিলয়ের চিকিৎসার জন্য বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে তার পরিবার।
আর্থিক সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ:
নাসরিন রহমান (নিলয়ের মা) ০১৭২৭৮১৯৮৬১ (বিকাশ) ডা.হামিদুর রহমান (সাংগঠনিক সম্পাদক, গ.বি ফিজিওথেরাপি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন) ০১৭১৭৯৮০২৭১ (বিকাশ), ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর- ১৫০১১০১৫৩৬০৯৫০০১ মিডফোর্ড শাখা (নিলয়ের চাচা)।
কেআই/ এসএইচ/
আরও পড়ুন