ঢাকা, শুক্রবার   ২১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘ক্যাপ্টেন খান’ এর টিজার প্রকাশ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ১৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আসছে ঈদেও ধামাকা নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান। সঙ্গে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমা মুক্তির আগেই তাদের নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’-এর টিজার নিয়ে হাজির হলেন কিং খান খ্যাত হিরো শাকিব। টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।   

গেল ঈদের মতো এ ঈদেও দর্শকদের মন জয় করতে বড় পর্দা মাতাতে আসছেন শাকিব খান। আজ ইউটিউবে প্রকাশিত ‘ক্যাপ্টেন খান’ ছবির টিজারে অনেকেই মুগ্ধ। ‘ক্যাপ্টেন খান’ নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। দুই মিনিট সাত সেকেন্ডের টিজারটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে সাড়া ফেলে দিয়েছে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটি শেয়ার করছেন। ক্যাপ্টেন খান’ ছবিতে নায়ক শাকিব খান ও বুবলী ছাড়াও আরও আছেন মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমূখ। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। আসছে ঈদে সর্বাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে বলে প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়। 

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি