ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ক্যামেরা থেকে আড়াল করায় তৈমুরের কান্না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ৩০ মার্চ ২০১৮

সিঙ্গাপুর থেকে ফেরার পরই ছেলে তৈমুরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কারিনা কাপুর খান। মনীষ মালহোত্রার ফ্যাশন শো শেষ করে মুম্বাইতে ফেরার পর প্রথমে তৈমুরকে নিয়ে প্লে স্কুলে যান কারিনা। ছোট্ট নবাবকে কোলে নিয়ে শুটিং স্পট ঘুরিয়ে তারপর স্কুলে পৌঁছে দেন কারিনা। আর এবারও ক্যামেরার ফ্ল্যাশ দেখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকতে দেখা যায় তৈমুরকে। কিন্তু মা কারিনা ক্যামেরার ফ্ল্যাশ থেকে লুকিয়ে নিতেই কেঁদে দেন তৈমুর।

আরও পড়ুন : মায়ের কোলে স্কুলে যাচ্ছে তৈমুর, ছবি ভাইরাল

কারিনা যখন পাপারাৎজির সামনে থেকে ছেলেকে এক প্রকার জোর করে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন কেঁদে ফেলে তৈমুর। ছেলের ওই কান্না দেখে হেসে ফেলেন কারিনা। ছোট থেকেই যে তৈমুর ক্যামেরাপ্রেমী হয়ে উঠেছে, তা এই ছবি থেকেই বেশ স্পষ্ট।

আরও পড়ুন : তৈমুরের নাম বদল

এদিকে সিঙ্গাপুরে মনীষ মালহোত্রার ফ্যাশন শোতে হাজির হওয়ার পর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কারিনা কাপুর। আর ওই ছবি দেখার পরই তাকে ‘কঙ্কাল’ বলে আক্রমণও করা হয়। এমনকী, জিরো ফিগারের চক্করে পড়ে কারিনা যেন খাওয়াদাওয়া না ছাড়েন, সে উপদেশও দেওয়া হয় তাকে। যদিও আক্রমণের মুখে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি