ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ক্যাম্পাস খুললেই চালু হবে নোবিপ্রবির বঙ্গবন্ধু ও সালাম হল

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালায় (নোবিপ্রবি) ক্যাম্পাস খুললেই চালু হবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদ আব্দুস সালাম হল। এমনটাই জানিয়েছেন হলের দায়িত্বরত হল প্রভোস্টবৃন্দ।

২০০৬ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়ে নোয়াখালী জেলায় প্রতিষ্ঠিত হয় উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এক যুগ পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন অভিযোগ শিক্ষার্থীদের। 

এদিকে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে পাঁচটি হল চালুর উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে বিবি খাদিজা হল, শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব হল, সাবেক স্পীকার আব্দুল মালেক উকিল হল এই তিনটি হল চালু রয়েছে এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ভাষা আব্দুস সালাম হল এই দুটি হল চালু হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

২০১৪ সালে ডিসেম্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব হল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নির্মাণ কাজ শুরু হয়। ২৪ জানুয়ারী ২০১৯ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব হল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল উদ্বোধন করেন। এরপর ২৩ সেপ্টেম্বর ২০১৯ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চালু হলেও দীর্ঘদিন ধরে জাতির জনক হল চালু না হওয়ায়
অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে ছেলেদের একমাত্র হল ভাষা শহীদ আব্দুস সালাম হলে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর ২০১৯ অনির্দিষ্টকালের জন্য আব্দুস সালাম হল বন্ধ করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হলে ব্যাপক ভাংচুর করায় হলটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে। এর বেশ কিছুদিন পর হলটির সংস্কারের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলের বিষয়ে জানতে চাইলে হলের প্রভোস্ট মজনুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নির্মাণ কাজ প্রায় শেষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হলটি বুঝিয়ে দিলে আমরা শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দের আবেদন ফরম দিয়ে দিবো। এরপর ক্যাম্পাস খুললেই হলটি চালু করে দিবো।

ভাষা শহীদ আব্দুস সালাম হলের বিষয়ে হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমন বলেন, হলের ফার্নিচারসহ অন্যান্য জিনিসপত্র চলে আসছে। আর অল্প কিছু কাজ বাকি আছে আশা করি এই মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। হলের কাজ শেষ হলে অনলাইনে শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দের জন্য আবেদন ফরম দিয়ে দিবো। হল খুললেই যেন শিক্ষার্থীরা হলে উঠতে পারে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি