ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ক্যাম্পে হাতির আক্রমণ, রোহিঙ্গার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ১৯ জানুয়ারি ২০১৮

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির আক্রমণে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার উপজেলার কুতুপালং লম্বাশিয়া নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি মো. ইয়াকুব আলী (৪৫) মিয়ানমার থেকে পালিয়ে এসে লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা। তার লাশ স্বজনদের কাছ রয়েছে। আহতরা হলেন- ইয়াকুবের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও তাদের এক ছেলে (১২)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল গণমাধ্যমকে জানান, আজ সকালে একটি বন্যহাতি কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়ে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘুমন্ত অবস্থায় ইয়াকুবের মৃত্যু হয়।

এর আগে গত বছর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির হামলায় দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি