ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বার্ড ফ্লু ভাইরাসের আতঙ্কে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে। এখবর প্রকাশ করেছেন সিবিএস নিউজ। 

এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়া গভর্নরের কার্যালয় জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও কিচু গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরকারি সংস্থাগুলো যাতে এই প্রাদুর্ভাব কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপে নিশ্চিত করতে পারে সেই জন্য রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
 
তবে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ব্যক্তি থেকে ব্যক্তিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কোন কারণ জানাতে পারেনি।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, দেশটির ১৬টি অঙ্গরাজ্যে মোট ৬১টি মানবদেহে বার্ড ফ্লু আক্রান্তের ঘটনা রেকর্ড করেছে-যার অর্ধেকেরও বেশি বা ৩৪টি ক্যালিফোর্নিয়ায়।

২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবের সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তরা বলছেন, এরপর থেকে এই রোগের সংক্রমণ প্রতিহত করতে পোল্ট্রি খামারগুলোতে ১০০ মিলিয়নেরও বেশি প্রাণী হত্যা করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি